
নড়িয়া প্রতিনিধি//মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষে নড়িয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ বিভাগীয় টি-টেন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।৩০ জানুয়ারি২০২০ বৃহস্পতিবার বিকাল ৩টায় নড়িয়া সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টি-টেন টুনামেন্ট ম্যাচ অনার্সের ৬টি বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় অনার্সের হিসাববিজ্ঞান বিভাগ। রানার আপ হন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। খেলা শেষে দলের অধিনায়ক ইমরান খান ও টিম ম্যানেজার শাহিন মিয়া সহকারী অধ্যাপক চ্যাম্পিয়ন কাপ গ্রহণ করেন। রানার আপ কাপ গ্রহণ করেন টিম ম্যানেজার মাসুদ কবির সহকারী অধ্যাপক, ও দলের অধিনায়ক সালাম চ্যাম্পিয়ন রানার আপ ট্রফি বিতরণ শেষে ছয়টি বিভাগের টিম ম্যানেজার ও সহকারি ম্যানেজার এর মাঝে প্রধান অতিথি মেডেল পরিয়ে দেন মেডেল গ্রহণ করেন তরিকুল ইসলাম সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান, নাজিম উদ্দিন সহকারী অধ্যাপক মার্কেটিং, মাসুদ মিয়া প্রভাষক বাংলা, আলমগীর কবির প্রভাষক বাংলা, মাসুম মিয়া প্রভাষক হিসাববিজ্ঞান, আবু রায়হান প্রভাষক হিসাববিজ্ঞান। প্রধান অতিথি ছিলেন অদ্য নড়িয়া সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মাকসুদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক,অধ্য কলেজের উপাধ্যক্ষ মাইনুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব জসিম উদ্দিন, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সাইদুর রহমান সহকারী অধ্যাপক,আরো উপস্থিতছিলেন বিভিন্ন বিভাগীয় বিভাগের প্রধান শিক্ষক মন্ডলী, সঞ্চালনায় ছিলেন রিপন মিয়াহ প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, শামসুল আলাম, ইংরেজি প্রভাষক, টুর্নামেন্ট পরিচালনা ও আমপিয়ারে দায়িত্বে ছিলেন শশাঙ্ক বাড়ৈ প্রভাষক পদার্থ বিজ্ঞান, সিদ্দিকুর রহমান প্রভাষক ইংরেজি, তানভীর আহমেদ প্রভাষক পদার্থ বিজ্ঞান, আজিম মিয়া প্রভাষক দর্শন। স্কোর গণনায় ছিলেন মোঃ পারভেজ মোশারফ প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান , দুলাল কৃষ্ণ দাস প্রদর্শক , ধারাভাষ্য ছিলেন আজিম মিয়া প্রভাষক দর্শন, সহযোগিতায় ছিলেন সনিয়া ইসলাম প্রভাষক অর্থনীতি, ইভা জাহান প্রভাষক প্রাণিবিদ্যা, খাদিজা আক্তার অতিথি শিক্ষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, নিভৃতি সরকার, অতিথি শিক্ষক মার্কেটিং,
কলেজের সকল শিক্ষার্থী বৃন্দ, নড়িয়া কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।