
নড়িয়া সুরেশ্বর দরবার শরীফ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম
নিজস্ব প্রতিবেদন
বর্ষা মৌসুমে পদ্মার ভয়াল থাবায় আর একটি ভিটে বাড়িও নদীর গর্ভে বিলীন হবে না নড়িয়া সুরেশ্বর দরবার শরীফ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে বাংলাদেশ সরকারের পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন। তিনি আরো বলেন জাজিরা, নড়িয়া, সখিপুর কাঁচি কাটা সহ ডান তীর বাম তীর সহ সবকটি এলাকা ইতিমধ্যে ঝুঁকিমুক্ত করা হয়েছে, মাঝনদীতে ড্রেজিং এর কাজ চলছে । সুরেশের দরবার শরীফ ৮৫০ মিটার ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ সুরু করা হয়েছে। পরিদর্শনকালে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, ঠিকাদার প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপের পিডি আবদ্বুল হেকিম, সুরেশ্বর দরবার শরীফের মোতাওয়াল্লী সৈয়দ কামাল নুরী,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।