
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৮শে মার্চ নড়িয়া উন্নয়ন মেলায় নাটক আগুনের ছায়া মঞ্চস্থ
রকি আহমেদ নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নতশীল দেশে উত্তরন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে২৮শে মার্চ ২০২১ রবিবার মেলার সমাপনীতে বিকেলে নড়িয়া উপজেলা শহীদ মিনার চত্বরে উন্নয়ন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে চাকধ থিয়েটারের পরিবেশনায় নাটক আগুনের ছায়া মঞ্চস্থ হয়। নাটকটি রচনা করেছেন নাট্যজন মান্নান হীরা, নির্দেশনায় রকি আহমেদ, সহকারী নির্দেশনা গৌতম কুমার জয়, কৃতজ্ঞতায় কৃতীনাশা থিয়েটার নড়িয়া,ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় নড়িয়া, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক পরিবেশনে যারা উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তি রুপা রায়, নড়িয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কমিশনার ভুমি মোরশেদুল ইসলাম, নড়িয়া পৌরসভা নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, শরীয়তপুর জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন,আলম বয়াতি,সহ সুধীজনেরা। সুধীজনেরা নাটকটির প্রশংসা করেন এবং চাকধ থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার কে অভিনন্দন জানান। এ নাটকে কলা কৌশলী হিসেবে যারা অভিনয় করেছেন সাংবাদিক রকি আহমেদ, লিটন চন্দ্র বাড়ৈ, রুবেল মৃধা, মমিন দেওয়ান, গৌতম মন্ডল, ছোঁয়া ইসলাম, দিপ্তী দাস, ইদ্রিস। নাটক শেষে নাট্যকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বরাদ্দ কৃত নড়িয়ায় মুক্ত মঞ্চ নির্মাণ কাজ শুরু করার জন্য দাবি জানান।