
শরীয়তপুর ভেদরগঞ্জ নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশ গ্লোবাল: খ্যাতম্যান ব্যবসায়ী, দেশের র্শীষস্থানীয় শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সমাজসবেক, শিক্ষানুরাগী, বঙ্গবন্ধুর ঘনষ্ঠি সহচর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন সিকদার গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান জয়নুল হক সিকদাররে কুলখানি ও দোয়া মাহফলি অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুরের ভেদরগঞ্জে তার নিজ হাতে গড়া জেড এইচ সিকদার ইউনিভার্সটি ও মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাঙ্গণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জয়নুল হক সিকদারের বড় মেয়ে সংরক্ষতি আসনের সংসদ সদস্য পারভীন হক সিকদার।
এসময় ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, মরহুমের পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী মনোয়ারা হক সিকদার, মেয়ে নাসরিন হক সিকদার ও লিসা হক সিকদার, পুত্র রক হক সিকদার, রন হক সিকদারসহ সব সদস্য দোয়া মাহফলিে অংশগ্রহণ করেন।
উল্লখ্যে, গত বুধবার ৯১ বছর বয়সে দুবাইয়ের একটি হাসপাতালে চিকাৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়নুল হক সিকদার। সফল এই ব্যবসায়ী দেশের অর্থনীতির বিকাশ ও কর্মস্থানে রেখেছেন গুরুত্বর্পূণ অবদান। একে একে ব্যাংক, গার্মেন্টস, রিয়েল এস্টেট, এভিয়েশনসহ বিভিন্ন সেক্টরে কোম্পানি প্রতিষ্ঠান করেছেন।