
শরীয়তপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদন
অদ্য ১৭/০২/২০২১ খ্রিঃ বুধবার দুপুর ১২:০০ টায় পুলিশ সুপারের কার্যালয়, শরীয়তপুরে জেলা পুলিশের জানুয়ারি/২০২১ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন এবং জেলার সকল প্রকার অপরাধ নিবারন ও করোনা ভাইরাস প্রতিরোধসহ জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জনাব এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শরীয়তপুর, জনাব তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শরীয়তপুর, জনাব মোঃ আমিনুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) শরীয়তপুর, জনাব মোঃ আসলাম উদ্দিন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা, শরীয়তপুর, জনাব মোঃ হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, নড়িয়া থানা, শরীয়তপুর, জনাব মোল্লা সোহেব আলী, অফিসার ইনচার্জ, গোসাইরহাট থানা, শরীয়তপুর, জনাব আসাদুজ্জামান হাওলাদার, অফিসার ইনচার্জ, সখিপুর থানা, শরীয়তপুর, জনাব আজহারুল ইসলাম সরকার (পিপিএম), অফিসার ইনচার্জ, জাজিরা থানা, শরীয়তপুর, জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, পুলিশ পরিদর্শক, অপরাধ শাখা, পুলিশ সুপারের কার্যালয়, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শরীয়তপুর জেলা পুলিশের জানুয়ারি-২০২১ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান নিম্নে:
জানুয়ারি/২০২১ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যানঃ ডিসেম্বর/২০২০ খ্রিঃ মাসের সর্বমোট রুজুকৃত মামলা- ১২২ টি, সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা- ৩৫৪ জন, সর্বমোট যানবাহনের মামলা- ২৬০ টি, সর্বমোট যানবাহনের জরিমানা আদায়- ৯,৩৮,৮৫০/- টাকা এবং সর্বমোট- ১৫৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫০ গ্রাম গাজা, ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার।