
শরীয়তপুর তিনটি পৌর নির্বাচনে দুটি স্বতন্ত্র নড়িয়ায় বিপুল ভোটে নৌকার জয়
নিজস্ব প্রতিবেদন
৩০শে জনুয়ারি ২০২১ তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ পৌরসভা তিনটির মেয়র পদে একটিতে আওয়ামী লীগের প্রার্থী ও অন্য দুইটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
জাজিরা পৌর সভায় মোবাইল ফোন প্রতীক নিয়ে (আওয়ামী লীগের বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী মো. ইদ্রিস আলী মাদবর ৬ হাজার ৬০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আব্দুল হক কবিরাজ পেয়েছেন ৫ হাজার ৭৭৪ ভোট।
জেলার নড়িয়া পৌর সভায় আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ১২ হাজার ৮৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ।
জেলার ভেদরগঞ্জ পৌর সভায় (আওয়ামী লীগের বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার চোকদার জগ প্রতীক নিয়ে ৩ হাজার ৮৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আব্দুল মান্নান হাওলাদার পেয়েছেন ২ হাজার ৩৩৮ ভোট।