
নড়িয়া পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পানির বোতল মার্কা বিপুল ভোটে জয়ী হয়েছেন
নিজস্ব প্রতিবেদন
৩০শে জানুয়ারী ২০২১আসন্ন শরীয়তপুর নড়িয়া পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব খলিলুর রহমান সরদার পানির বোতল মার্কায় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি আজ নড়িয়া পৌরসভা ৫ নং ওয়ার্ড তার নির্বাচনী এলাকা কলুকাঠি আনন্দ মিছিল করেন। আনন্দ মিছিল শেষে তিনি বলেন’ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিজয় হয়েছেন তাই ৫ নং ওয়ার্ডের সকল ভোটারদের কাছে চির কৃতজ্ঞ। কুলকাঠী এলাকার সাধারণ দরিদ্র জনগণের বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট, সোডিয়াম লাইট, নিরাপদ পানি সরবরাহ, জলাবদ্ধতা নিষ্কাশন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আনন্দ মিছিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।