
নড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কম্পিউটার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদন
ইউনিয়নে অনলাইন সেবা নিশ্চিত করণে কম্পিউটার সামগ্রী বিতরণ করেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক।১৪ইজানুয়ারী ২০২১ বৃহস্পতিবার সকাল দশটায় নড়িয়া উপজেলা পরিষদ সভাকক্ষে নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল মুন্সির হাতে কম্পিউটার সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিস আল হাসান, নড়িয়া পৌরসভা মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, ঘড়িসার ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান, ফতেজঙ্গপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন খন্দকার, ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান নুরু বেপারী, কিছু অংশ আর কিছু অংশ কেদারপুর ইউপি চেয়ারম্যান সানাউল্লাহ, জপসা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল বেপারী, ভুমখাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাজাহান সিরাজ, নড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব সহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।