
নড়িয়া ভূমখাড়া ১ং ওয়ার্ড ইউপি সদস্য জসিম ঢালীর উদ্যোগে রোডএলইডি ল্যাম্প স্থাপন
নিজস্ব প্রতিবেদন
শরীয়তপুর নড়িয়া ভূমখাড়া ইউনিয়ন ১নংওয়াড পাটদল গ্রামে মেম্বার জসিম ঢালীর উদ্যোগে ১২টি রোড এল,ইডি লাইড স্থাপন করাহয় ১১ই জানুয়ারী ২০২১ সোমবার সকাল ১১টায় পাটদল গ্রামের মেইন সড়কে এলইডি লাইট স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেনসাবেক মেম্বার হাজী আরব আলী ছৈয়াল, ডাঃ শওকত আলী, নড়িয়া উপজেলা সেস্বাসেবক লীগ আহ্বায়ক কমিটির সদস্য নুরে আলম মাঝি,ভূমখাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ওকৃড়াবিষয়ক সম্পাদক মোঃ বাসার ছৈয়াল,সহ স্থানীয় লোকজন এলইডি ল্যাম্প স্থাপন শেষে জসিম ঢালী বলেন এর আগে তিনি চাকধ নলতা রোড, নিতিরা প্রায়৬০টি লাইন স্থাপন করা হয়েছে, এছাড়া করোনাকালীন সময় বন্যায় মিনা সহযোগিতা করার কথা জানিয়েছেন, এবং এলাকার সকলের সহযোগিতা পেলে এলাকার সকল উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত করার আশা ব্যক্ত করেন। তার এই ধরনের মহতী উদ্যোগের জন্য এলাকাবাসী খুবই আনন্দিত।