
নড়িয়া পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোরশেদ মাঝির মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদন
শরীয়তপুর নড়িয়া আসন্ন পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পাইকপাড়া গ্রামে মোরশেদ মাঝির বাড়িতে ১লা জানুয়ারী ২০২১ শুক্রবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা উপস্থিত ছিলেন মমিনুল হক স্বপন মাঝি, কাউন্সিলর পদপ্রার্থীর প্রস্তাব কারী সমর্থনকারী সহ এলাকার যুব সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। মতবিনিময় সভায় সাবেক কাউন্সিলর মোরশেদ মাঝি ৩০শে জানুয়ারী আসন্ন নড়িয়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন, কাউন্সিলর পদ কোনো দলের নয় নিরপেক্ষভাবে সকলের সহযোগিতা কামনা করেন। এবং নির্বাচনে সকলের সমর্থন আশা করেন। কাউন্সিলর পদে জয়ী হলে এলাকার বয়স্ক ভাতা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, রাস্তাঘাট, বিশুদ্ধ পানি, জলাবদ্ধতা নিরসনে, নিরলস কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন।