
নড়িয়া চাকধ সনাতন ধর্মাবলম্বী তরুণ সংঘের উদ্যোগে মহান বিজয় দিবসে পথসভা ও মাক্স বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদন
নড়িয়া চাকধ সনাতন ধর্মাবলম্বী তরুণ সংঘ ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ নড়িয়া উপজেলা শাখার উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চাকধ উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্বর থেকে সকাল ১০টা ৩০মিনিটে চাকধ বাজারে সাধারণ মানুষের মাঝে,করোনাকালীন দ্বিতীয় ধাপে জনসচেতন মূলক মাক্স বিতরণ ও পথসভার আয়োজন করেন। এসময় ঘাতক ব্যাধি করোনার হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই সবাইকে বাধ্যতামূলক মাক্স ব্যবহার করতে হবে বলে সকলের কাছে দাবি জানান। মাক্স বিতরণ ও পথসভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের সদস্য ও ভূমখাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মৃধা, চাকধ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক অলক মুখার্জি, ভূমখাড়া ইউপি সদস্য ছাত্রলীগ নেতা রাসেল মৃধা, চাকধ সনাতন ধর্মাবলম্বী তরুণ সংঘের সভাপতি মিলন বাড়ৈ, গৌতম কুমার জয় সহ সংগঠনের সদস্য বৃন্দ। সংগঠনের পক্ষ থেকে আগামীতে সকল সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আশা ব্যক্ত করেন।