
মহান বিজয় দিবসে নড়িয়া উপজেলা ২য় ৫০শয্যা আধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিবেদন
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে শরীয়তপুর নড়িয়া উপজেলা ২য় ৫০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ উপমন্ত্রী শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য জননেতা একেএম এনামুল হক শামীম।
১৬ই ডিসেম্বর ২০২০সকাল ১১টায় নড়িয়া পৌরসভা ১নং ওয়ার্ড নড়িয়া টু শরীয়তপুর মেইন রোড সংলগ্নহাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাদার অফ হিউম্যানিটি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ব্যাপকভাবে উন্নয়ন হচ্ছে, এই বিজয়ের মাসে পদ্মা সেতুর সকল স্প্যান বসানো সম্পন্ন হয়েছে । উন্নয়নের ধারাবাহিকতায় শরীয়তপুর জেলার জাজিরা,নড়িয়া, সখিপুর পদ্মা নদীর ভাঙ্গন রোধে রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়ন , ব্রিজ কালভার্ট, সড়ক নির্মাণ, প্রায় ৭০ টি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ ভূমিহীন দরিদ্রদের পাকা ঘর নির্মাণ সহ জেলার ব্যাপক উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে জাজিরা নড়িয়া সখিপুর পদ্মা নদী ভাঙ্গন রোধে বাঁধ প্রকল্প বাস্তবায়নের ফলে বর্ষা মৌসুমে নতুন করে কোনো ভাঙ্গন সৃষ্টি হয়নি। নড়িয়ায় আধুনিক দ্বিতীয় ৫০ শয্যা হাসপাতাল প্রতিষ্ঠিত হলে এখানে উন্নতমানের চিকিৎসাসেবা পাবে নড়িয়ার সাধারণ মানুষ। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, যুবলীগ নেতা জহির সিকদার, নড়িয়া পৌরসভা মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ী,নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, নড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা, মুক্তারেচর ইউনিয়নের চেয়ারম্যান সাহ আলম চকিদার, কেদারপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সানাউল্লাহ, ঘড়িসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রব খান, জেলা সিভিল সার্জন, প্রকৌশলী সহ স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।২০২২ সালের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে হাসপাতালে শুভ উদ্বোধন করার আশা ব্যক্ত করেন।