
নড়িয়া উপজেলা পল্লী উন্নয়ন বি,আর,ডিবির উদ্যোগে কৃষি বীজ বিতরণ
নিজস্ব প্রতিবেদন
নড়িয়া উপজেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের বিআরডিবির উদ্যোগে কৃষকের মাঝে পিয়াজ রসুন কালোজিরা বীজ বিতরণ করা হয়।বাংলাদেশ সরকারের কৃষি বিপ্লব বাস্তবায়নের লক্ষ্যে ১৪ই ডিসেম্বর ২০২০ সোমবার সকাল ১১টায় নড়িয়া উপজেলা পরিষদের সভা কক্ষে কৃষকদের মাঝে কৃষি বীজ বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়। কৃষি বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট (ভূমি) মোরশেদুল ইসলাম, নড়িয়া পৌরসভা মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, নড়িয়া উপজেলা পল্লী উন্নয়ন ভারপ্রাপ্ত কর্মকর্তা অনন্ত হালদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান, সহ বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা গণ। কৃষি বীজ বিতরণ শেষে আলোচনায় কৃষকদের উদ্দেশ্যে নড়িয়া উপজেলা চেয়ারম্যান বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাড়ির আঙিনায় আশেপাশে কোন জায়গা খালি থাকবে না,প্রত্যেক জায়গায় শাকসবজি বৃক্ষ রোপন ,ফলজ ঔষধি গাছ চাষাবাদের মাধ্যমে দেশে সবুজ বিপ্লব ঘটাতে হবে। তিনি আরো বলেন পিয়াজ রসুন কালোজিরা নয় সরকার কৃষকদের মাঝে সকল ধরনের সহযোগিতা দিয়ে থাকেন।