
শরীয়তপুর নড়িয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ ও বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে নড়িয়া পৌরসভা দরিদ্র ২হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন,পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে, সারা দেশের উন্নয়নে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই সম্ভব। তিনি আরো বলেন আসন্ন নড়িয়া পৌরসভা নির্বাচনে দলীয়়়় মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে সকালে নড়িয়া উপজেলার শহীদ মিনার চত্বর ৫ই ডিসেম্বর ২০২০সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামীলীগ ও বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সাবেক বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এসব কথা বলেন।এ সময় জেলার নড়িয়া পৌরসভার ২০০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবু অনল কুমার দে, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড, আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল , নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, নড়িয়া পৌরসভা মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা,নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম সর্দার, সাধারণ সম্পাদক আবু জাফর শেখ,সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।