
নড়িয়া আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা কার্যক্রম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদন
১৬ই জানুয়ারি ২০২১ আসন্ন শরীয়তপুর জেলার পৌরসভা নির্বাচন কে সামনে রেখে ২ও৩ ডিসেম্বর ২০২০ দুইদিন হ্যাপি দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা নেয়ার কার্যক্রম শুরু হয়।
নড়িয়া আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের নির্দেশে বিনামূল্যে ফরম বিতরণ কার্যক্রম শুরু করেন । ৩ ডিসেম্বর ২০২০ সকাল ১০টায় নড়িয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলু মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন ,সহ সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্তী ,দপ্তর সম্পাদক মাস্টার সাহ আলম, নড়িয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মনির বেপারী,সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।এযাবত মনোনয়নপত্র সংগ্রহ করেন নড়িয়া পৌরসভার বর্তমান মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক মেয়র মরহুম হায়দার আলীর ছেলে জুয়েল চকিদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, সাবেক নড়িয়া উপজেলা ছাত্রলীগ নেতা মিলন ফকির,ছৈয়াল রুহুল,পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু জাফর শেখ, এডভোকেট মেহেরুন্নেসা, স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি মামুন মোস্তফা,সালাম মল্লিক সহ মোট১৩জন মনোনয়নপত্র জমা ফরম সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ সময় ৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টা পযন্ত নির্ধারণ করা হয়।ফরম বিতরণ কালে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দল যাকে মনোনয়ন দেবেন তা মেনে নিয়ে একসাথে দলীয় প্রতীক নৌকার জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।