
বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননাকারীদের শাস্তির দাবিতে চাকধ থিয়েটারের মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ গ্রাম থিয়েটার একযোগে ১লা ডিসেম্বর ২০২০ইং বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মু্ক্তিযুদ্বের চেতনার সংবিধান অবমাননাকারীদের অবিলন্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করে।১লা ডিসেম্বর চাকধ থিয়েটার বাংলাদেশ গ্রাম থিয়েটার হাজী শরীয়তউল্লাহ অঞ্চলের উদ্যোগে সকাল ১১টায় মঙ্গলবার শরীয়তপুর নড়িয়া উপজেলা ভূমখাড়া ইউনিয়ন চাকধ উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন, মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্তী,ভূমখাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মৃধা, চাকধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান, সহকারী শিক্ষক লোকমান হোসেন মন্টু, মাস্টার নাজমুল হাসান, আলমগীর হোসেন,চাকধ থিয়েটারের সভাপতি সাংবাদিক রকি আহমেদ সাধারণ সম্পাদক গৌতম কুমার জয়,সহ সম্পাদক মিলন বাড়ৈ, সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র বাড়ৈ, অর্থ সম্পাদক খান হারুন,দপ্তর সম্পাদক রুবেল মৃধা, প্রচার সম্পাদক ইদ্রিস হাওলাদার,সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মী। মানববন্ধনে বক্তব্যে বলেন বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানি বাংলাদেশ কে অস্বীকার করা, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ভাস্কর্য আছে, ভাস্কর্যে আর মুক্তি এক না, চাকধ থিয়েটার বাংলাদেশ গ্রাম থিয়েটার চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাবে, সরকারের কাছে দাবি জানান বঙ্গবন্ধুর ভাস্কর্য বঙ্গবন্ধুর স্বাধীনতা কে অবমাননাকারী দের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়।