
নড়িয়া ফতেজঙ্গপুর ইউনিয়ন খড়করা গ্রামে পাশের বাড়ির মহিলাকে নারকেল পারতে বাধা দেয়ায় স্কুল ছাত্রীর উপর হামলা ।
নিজস্ব প্রতিবেদন
শরীয়তপুর নড়িয়া ফতেজঙ্গপুর ইউনিয়ন খরকড়া গ্রামে প্রবাসী ইউনুছ সরদারের মেয়ে তার পাশের বাড়ির সীমানা নিয়ে বিরোধ মহিলা কে নারকেল পারতে বাধা দেয়ায় হামলার শিকার হয়। সুমাইয়া উপসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী হামলাকারীরা লাঠি দিয়ে মারধর করেছে গুরুতর আহত হয়ে ঢাকা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রবাসী ইউনুছ সরদারের মেয়ে সুমাইয়া। আহতের মা কমলা বেগম বলেন গত ১০ নভেম্বর আনুমানিক বেলা ১২টায় তার পাশের বাড়ির সীমানা নিয়ে বিরোধ কারী মুরাদ ছৈয়ালের ভাইয়ের স্ত্রী বাড়ির সিমানার নারকেল গাছে নারিকেল পাড়তে গাছে উঠে তা দেখে তার মেয়ে সুমাইয়া বাধা প্রদানকরে এবং ওর সাথে থাকা কেউ একজন মোবাইলে ছবি তুললে মুরাদ ছৈয়াল ও তার ভাই ভাইয়ের বউ লাঠি দিয়ে মাথায় আঘাত করে ও মারধর করে, সুমাইয়া চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার মা ও পাশের বাড়ির লোকজন এসে উদ্ধার করে,পরে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হসপিটালে রেফার করেন। মাথায় আঘাতের কারণে সুমাইয়া এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, বলে জানিয়েছেন তার মা তিনি বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনার বিষয়ে উপসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতন এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সেইসাথে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান। ঘটনার বিষয়ে নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন ঘটনার বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।