
নড়িয়া উপজেলা শিক্ষক সমিতির ত্রি বাষিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
শরিয়তপুর জেলা নড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, ১১ নভেম্বর বুধবার সকাল ১০টায় নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি নড়িয়া উপজেলা শাখার ত্রি বাষিক সম্মেলনে
প্রধান অতিথি হিসাবে উপস্তিত
ছিলেন পানি সম্পদ উপ মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
উদ্বোধন করেন জনাব মোঃ আনোয়ার কামাল
সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবদুর রব মুন্সি কেন্দ্রীয় উপদেষ্টা বাংলাদেশ শিক্ষক সমিতি, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ,নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া পৌরসভা মেয়র শহীদ ইসলাম বাবু রাড়ী, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন, মোক্তারের চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম চকিদার।
ত্রি-বার্ষিক সম্মেলনে নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হন জনাব মোঃ মোসলেহউদ্দিন মৃধা প্রধান শিক্ষক পণ্ডিতসার উচ্চ বিদ্যালয়,
সাধারন সম্পাদক নির্বাচিত হন জনাব মোঃ নজরুল ইসলাম খান প্রধান শিক্ষক চাকধ উচ্চ বিদ্যালয়, যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হন জনাব মোঃ রুহুল আমিন প্রধান শিক্ষক ডাঃ কে এ জলিল উচ্চ বিদ্যালয়, সহ যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন মন্টু চাকধ উচ্চ বিদ্যালয়, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন
জনাব মোহাম্মাদ নজরুল ইসলাম সিনিয়ার শিক্ষক শহীদ নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়,
কোষাধক্ষ্য নির্বাচিত হন মোঃ আলী হোসেন
প্রধান শিক্ষক শহীদ আব্দুছ সামাদ উচ্চ বিদ্যালয়,৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।