
নড়িয়া পদ্মানদীতে ট্রলারডুবিতে ১ শিশু নিখোঁজ
নড়িয়া উপজেলা প্রতিনিধি
শরীয়তপুুর নড়িয়া উপজেলায় ১২ অক্টোবর ২০২০সোমবার দুপুরে সুরেশ্বর দরবার শরীফের নিকটবর্তী এলাকায়় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে সবাই সুস্থভাবে পাড়ে ওঠলেও নিশি নামের ৫ বছরের এক শিশু ও ট্রলার নিখোঁজ রয়েছে।
শরীয়তপুর জেলার ফায়ার সার্ভিস, সুরেশ্বর ফাড়ি নৌ পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্র জানায় জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের আকন কান্দী গ্রাম থেকে সুরেশ্বর দরবার শরীফ জেয়ারত করতে রওনা দিলে এই দুর্ঘটনা ঘটে। ট্রলারে ২০জন নারীপুরুষ ও ৫জন শিশু ছিল।
ট্রলার চালক ও মালিক দিন ইসলাম (২৫)জানান, “আড়াই লাখ টাকা দিয়ে নতুন ট্রলার নির্মাণ করে
বাবার দরবারে এসেছিলাম দোয়া নিয়ে মাছ ধরা শুরু করবো বলে, কিন্তু ভাগ্য আমায় রক্ষা করলো না।”
ট্রলারের যাত্রী রাজ্জাক ভূঁইয়া (৬৫) জানান,
“আমাদের এখন কিছুই রইলো না, কীভাবে বাড়ি ফিরে যাবো তাও জানি না।”
ফায়ারসার্ভিস ইস্টেশন অফিসার আমজাদ হোসেন
জানান “আমরা শীঘ্রই বরিশাল থেকে ডুবুরি ইউনিট আসলে উদ্ধার কাজ শুরু করবো।”
কেদারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফেজ সানাউল্লাহ্ মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ট্রলারের সকল যাত্রী আমাদের মেহমান, পানি সম্পদ উপমন্ত্রী এ. কে. এম. এনামুল হক শামীম সাহেব ঘটনা অবহিত হয়ে আমাকে যা যা করণীয় ব্যবস্থা নিতে বলেছেন।
আমরা তাদের পাশে আছি।
এসময় তিনি যাত্রীদের নিজ বাড়িতে ফিরে যেতে গাড়ির ব্যবস্থা করে দেেন।
স্থানীয় উদ্ধারকর্মী রাজীব মাল জানান
“আমরা পাড়েই বসে গল্পগুজব করছিলাম
এসময় দেখি নৌকাটি দ্রুত পশ্চিম দিক থেকে ছুটে আসছে বিপদজনক স্থানে আসতেই চালক ডান দিকে বাঁক নিলে মুহুর্তেই ট্রলারটি উল্টে যায়। আমরা সাধ্যমতো সহযোগিতা করে সবাইকে উদ্ধার করলেও ১জন শিশুকে উদ্ধার করা যায়নি।