
শরীয়তপুর নড়িয়া চাকধ থিয়েটারের আয়োজনে ধর্ষণ নির্যাতনের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির নির্দেশে একযোগে সারা দেশের নেয় শরীয়তপুর নড়িয়া চাকধ থিয়েটারের আয়োজনে ধর্ষণ নারী ও শিশু নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।গত কাল ৮ই অক্টোবর ২০২০ বিকাল ৪টায় নড়িয়া উপজেলা চাকধ উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ গ্রাম থিয়েটার স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে, যুদ্ধাপরাধীদের বিচার সহ জনগণের দাবি আদায়ে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।বেছারা রাষ্ট্রবিরোধী যে কোন অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ গ্রাম থিয়েটার সবসময় সোচ্চার আছে বলে দাবি জানান সংগঠনটি।মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চাকধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান, চাকধ থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য চাকধ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেন মন্টু, শরীয়তপুর জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন,ভূমখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মৃধা, সহকারী শিক্ষক মিজানুর রহমান, হাসান মাস্টার, নুরুল আমিন, চাকধ থিয়েটারের সভাপতি এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক রকি আহমেদ, ভূমখাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ছাত্রলীগ নেতা রাসেল মৃধা, চাকধ থিয়েটারের সাধারণ সম্পাদক গৌতম কুমার জয়, সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র বাড়ৈ, অর্থ সম্পাদক হারুন খান, যুগ্ম সম্পাদক মিলন বাড়ৈ,দপ্তর সম্পাদক রুবেল মৃধা, নাট্যকর্মী ইদ্রিস হাওলাদার, বোরহান দেওয়ান, গৌতম মন্ডল, প্রবাসী নাট্যকর্মী নজরুল ইসলাম রবিন,সহ চাকধ থিয়েটারের নাট্যকর্মী , শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি গন। মানব বন্ধন প্রতিবাদ সভায় বক্তব্যে মাস্টার লোকমান হোসেন মন্টু বলেন ধর্ষণ কারী যেই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে এ ধরণের ন্যক্কারজনক কাজ আর না ঘটে। চাকধ থিয়েটার এ ব্যাপারে সোচ্চার আছে সর্বদা থাকবে সারা দেশে এ ধরনের বর্বরতা নারী নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই সেইসাথে অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান তিনি । প্রতিবাদ সভায় বক্তব্যে সভাপতি সাংবাদিক রকি আহমেদ বলেন শিশু তরুণ ও যুব সমাজ কে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে সুস্থ ধারায় সংস্কৃতি চর্চার মাধ্যমে সুস্থ সমাজ গড়ে ওঠা সম্ভব, শিক্ষকদের এ ব্যাপারে সহযোগিতার আহ্বান জানান এবং চাকধ থিয়েটার পাশে থেকে কাজ করার আশা ব্যক্ত করেন। ধর্ষণকারীদের বিচার চাই ফাঁসি চাই স্লোগানে স্লোগানে মেতে ওঠে শহীদ মিনার চত্বর।মানববন্ধন প্রতিবাদ সভা শেষে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।