
নড়িয়া জপসা মোটরসাইকেল চাপায় ৮বছরের শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর নড়িয়া উপজেলা জপসা ইউনিয়ন মেলকার কান্দি মাইজপাড়া গ্রামের কৃষক হযরত আলী মাদবরের স্কুলপড়ুয়া শিশু তামিম মাদবর (৮) মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
ঘটনা সুত্রে জানা যায় শরীয়তপুর সরকারি কলেজের ছাত্র শুভ পেদা (২৬) পিতা সোবাহান পেদা গ্রাম দক্ষিণ বিলাস খান পালং শরীয়তপুর, তিনি ২ অক্টোবর ২০২০ শুক্রবার আনুমানিক বিকেল পাঁচটায় মেলকার কান্দি রাড়ি বাড়িএকটি বিয়ের অনুষ্ঠান থেকে শরীয়তপুর ফেরার পথে বেপরোয়া মোটর সাইকেল চালিয়ে শিশুটির উপর দিয়ে উঠিয়ে দেয়। শিশুটি টায়ার নিয়ে রাস্তায় খেলতে ছিল, গাড়িচাপায় শিশুটির মাথা এবং বিভিন্ন স্থানে জখম হয়।ঘটনাস্থলে এলাকার মানুষ জড়ো হয়ে মোটরসাইকেল চালকে আটকে রেখে নড়িয়া থানা পুলিশকে খবর দেন। এবং তামিম কে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এলাকাবাসীর দাবি অনেক তরুণ ছাত্র-যুবকেরা মোটরসাইকেল নিয়ে দাবিয়ে বেড়ায় অনেকেরই মোটরসাইকেল লাইসেন্স নেই বেপরোয়া গাড়ি চালায় প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনা ঘটে এদের কঠোর শাস্তি হওয়া উচিত।
মোটরসাইকেল দুর্ঘটনার বিষয় নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন নড়িয়া থানা জপসা ইউনিয়ন মেলকার কান্দি গ্রামে মোটর সাইকেল চাপায় একটি শিশুর মৃত্যু হয়েছে,এ খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে যায় এবং শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এবং মোটরসাইকেল চালক শুভ পেদা কে এলাকার মানুষ পুলিশের হেফাজতে তুলে দেন। এ বিষয়ে মৃত শিশু তামিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে মামলা হলে আমরা এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।