
নাট্যাচার্য সেলিম আল দীনের ৭১তম জয়ন্তীতে চাকধ থিয়েটারের আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
১৮ই আগস্ট রবীন্দ্রত্তোর বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার নাট্যাচার্য সেলিম আল দীন এর ৭১ তম জয়ন্তী উপলক্ষে চাকধ থিয়েটার -বাংলাদেশ গ্রাম থিয়েটার হাজী শরীয়তউল্লাহ অঞ্চলের উদ্যোগে ১৮ই আগস্ট ২০২০ইং শরীয়তপুর নড়িয়া উপজেলা চাকধ পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রে বিকাল ৫টা ৩০ মিনিটে নাট্যাচার্য সেলিম আল দীন এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ৫টা ৪৫মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে প্রবন্ধ পাঠ করেন চাকধ থিয়েটারের সভাপতি সাংবাদিক রকি আহমেদ এসময় তিনি নাট্যাচার্য সেলিম আল দীনের সৃষ্ট কর্মের বিভিন্ন দিক ও গ্রাম থিয়েটারের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন, আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাকধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান, আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাকধ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চাকধ থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য লোকমান হোসেন মন্টু,সহকারী শিক্ষক মোহাম্মদ হাসান, বীর মুক্তিযুদ্ধা মাস্টার কদম আলী, বীর মুক্তিযোদ্ধা সরাফত আলী মৃধা, ভূমখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মৃধা, কীর্তিনাশা থিয়েটারের পরিচালক আহমেদ জুলহাস, সভাপতি সাংবাদিক ডিএম বরকত আলী মুরাদ,সদস্য উজ্জ্বল বন্ধ করছি, নড়িয়া শিল্পকলা একাডেমীর সঙ্গীত পরিচালক হালিম আজাদ, ভূমখাড়া ইউপি সদস্য রাসেল মৃধা,চাকধ থিয়েটারের সাধারণ সম্পাদক গৌতম কুমার জয়, সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র বাড়ৈ, সহ-সভাপতি হান্নান ফকির, তথ্য ও গবেষণা সম্পাদক আসলাম মৃধা, প্রচার সম্পাদক ইদ্রিস হাওলাদার, নাট্যকর্মী রানা আহমেদ, দপ্তর সম্পাদক রুবেল মৃধা, নাট্যকর্মী গৌতম মন্ডল,প্রবাসী নাট্যকর্মী নজরুল মল্লিক রবিন, বোরহান দেওয়ান, সাবিহা আক্তার, ফারজানা আক্তার সোয়া, দীপ্তি দাস, মিজানুর রহমান শান্ত প্রমুখ। আলোচনা শেষে সন্ধ্যা ৭টায় নাট্যাচার্য সেলিম আল দীনের জীবনী নকশী কাথার ধ্রুবতারা ডকুমেন্টারী প্রদর্শনী ও চাকধ থিয়েটারে রকি আহমেদের রচনা ও পরিচালনায় করোনাকালীন সচেতনতামূলক নাটক একটু ভূলে সর্বনাশ প্রদর্শনী করা হয়।