
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সখীপুরে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত
৭ই আগস্ট শরীয়তপুর জেলা সখিপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সখীপুর হাজী শরীয়তুল্লাহ কলেজের সভাকক্ষে বিকাল ৩ টায় সখিপুর থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে যৌথ বর্ধিত সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন শরীয়তপুর ২ আসনের জাতীয় সংসদ সদস্য পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, তিনি বলেন সখিপুর প্রতিটি ইউনিয়নে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উদযাপন করা হবে জাতির পিতার সপরিবারে আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ আয়োজন করতে হবে। এসময় নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে আলোচনা মতামত প্রকাশ করেন এবং এযাবত সখীপুরের বিভিন্ন উন্নয়ন দিক তুলে ধরে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আলোচনায় উপস্থিত ছিলেন সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্লা, সাধারণ সম্পাদক মানিক সরকার, শরীয়তপুর জেলা পরিষদের সদস্য মোঃ কাইয়ুম পাইক,সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।