
সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান’র স্ত্রীর মৃত্যুতে ডুয়ার শোক —
আজ ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান’র সহধর্মিণী নাঈম আরা বেগম (৬৭) – এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ এবং মহাসচিব রন্জন কর্মকার।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন,
মিসেস রহমান করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি ছিলেন। প্রায় ৪৭ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। অত্যন্ত সহজ সরল বিনয়ী একজন মানুষ ছিলেন তিনি । আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ।