
নড়িয়া বিঝারী ইউনিয়নপরিষদে ২০০দরিদ্রের মাঝে ১০ কেজি করে চাল ও শিশু খাদ্য বিতরণ করা হয়
শরীয়তপুর নড়িয়া উপজেলা বিঝারী ইউনিয়ন পরিষদে ১১ই জুলাই ২০২০ শনিবার সকাল দশটায় সরকারের বিশেষ বরাদ্দকৃত, করোণা কালীন সময়ে ২০০ জন হতদরিদ্রদের মাঝে ১০কেজি জি আর চাল ও ৬০জন শিশু পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ করেছে । এসময় উপস্থিত ছিলেন বিঝারী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউনিয়ন সচিব মলিনা নাসরীন, সহকারী, প্যানেল চেয়ারম্যান ছালমা বেগম ,ইউপি সদস্য জানে আলম চৌকিদার, তারা মিয়া হাওলাদার,জুলহাস সেখ, মোঃ সেলিম মাঝী,নিয়ামত মৃধা, আব্দুল আল মামুন, মহিলা মেম্বার খোরসিদা বেগম,লাইলী বেগম, বিতরণ শেষে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এ বিষয়ে বলেন করোনা কালীন দুর্যোগ মুহূর্তে তারা চাল ও শিশু খাদ্য পেয়ে খুবই খুশি, মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন সরকারের বিশেষ বরাদ্দকৃত দুই শত পরিবারের মাঝে ১০কেজি করে চাল ও এলাকার দোস্ত ৬০জন শিশু পরিবারের মাঝে শিশু খাদ্য, ইউপি সদস্যদের নিয়ে আনুমানিক সকাল দশটায় ২শত হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি জিআর চাল ৬০জন দরিদ্র পরিবারের শিশুদের শিশুখাদ্য প্রদান করা হয়। এখানে বিতরন কাজে সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে খাদ্য্য সামগ্রী বিতরণ করা হয়।
য়