
নড়িয়া কেন্দ্রীয় মসজিদে যুবলীগ নেতা ইউনুছ এর উদ্যোগে ডাঃ সিয়ামের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
নড়িয়া উপজেলা যুবলীগ নেতা ইউনুছ সেখ এর আয়োজনে ১৯শে জুন শুক্রবার নড়িয়া কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ শেষে বাংলাদেশ সরকারের মাননীয় পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের ভাই, ডাঃ সিয়ামের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ শেষে যুবলীগ নেতা ইউনুস শেখ বলেন
আমাদের সবার প্রিয়মুখ -ডাঃ আশরাফুল হক সিয়াম এর শারিরীক অবস্থা স্থিতিশীল আছে। রুম এয়ারে ৯৪-৯৫% এবং ১-২ লিটার অক্সিজেনে ৯৮-৯৯% স্যাচুরেশন মেইনটেইন হচ্ছে- আলহামদুলিল্লাহ। তবে শরীর বেশ দূর্বল। জ্বর, কাশি আছে। এই অবস্থাতেও যখনই ওনার খবর নেয়া হচ্ছে,সবার জন্য সারাক্ষণ চিন্তায় অস্থির হয়ে থাকেন প্রিয় মানুষটা।
মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, অতি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। আবার সাদা এপ্রোনে ছুটে যাক রোগীদের কাছে খুব তাড়াতাড়ি সেই কামনা করি। সুদিনের অপেক্ষায় সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ,একজন ফ্রন্টলাইনার ডাঃ সিয়াম ভাইয়ের জন্য সবার দোয়া কামনা করি.