
নড়িয়া বিঝারী ইউনিয়নপরিষদে ২২৮জন দরিদ্রের মাঝে ১০ কেজি চাল ও নগদ অর্থ বিতরণ
শরীয়তপুর নড়িয়া উপজেলা বিঝারী ইউনিয়ন পরিষদে ১৭জুন সকাল দশটায় ১০ম ধাপে করোণা কালীন সময়ে ২২৮ জন হতদরিদ্রদের মাঝে ১০কেজি জি আর চাল ও নগদ ৫৯টাকা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিঝারী ইউপি সচিব মলিনা নাসরীন, সহকারী রিলিফ অফিসার কুতুব উদ্দিন, প্যানেল চেয়ারম্যান ছালমা বেগম ,ইউপি সদস্য মোয়াজ্জেম চৌকিদার, তারা মিয়া হাওলাদার,জুলহাস সেখ, মোঃ সেলিম মাঝী,নিয়ামত মৃধা, আব্দুল আল মামুন, মহিলা মেম্বার খোরসিদা বেগম,লাইলী বেগম, বিতরণ শেষে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এ বিষয়ে বলেন করোনা কালীন সময়ে দুর্যোগপূর্ণ মুহূর্তে তারা চাল নগদ টাকা পেয়ে খুবই খুশি,সকলে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। এ বিষয়ে ইউপি সচিব মলিনা নাসরিন সাংবাদিকদের বলেন চেয়ারম্যান তার পারিবারিক কাজে ঢাকায় আছেন, তাই ইউপি সদস্যদের নিয়ে আনুমানিক সকাল দশটায় দশম ধাপে হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি জিআর চাল নগদ ৫৯ টাকা করে ২২৮ জন কে প্রদান করা হয়। এখানে বিতরন কাজে কোনো অনিয়ম হয়নি। কিছু সংখ্যক লোক উদ্দেশ্য পূর্ণভাবে এ বিষয়ে মিথ্যা গোজব ছড়িয়ে আমাদের পরিষদের মানহানি করার চেষ্টা করে। আমরা বিঝারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব ও সকল সদস্য তার তীব্র প্রতিবাদ জানাই।