
সামাজিক দূরত্ব বজায় না রেখে মার্কেট খোলায় নড়িয়া বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতে জরিমানা
সারা দেশের ন্যায় শরীয়তপুর জেলায় ১০ই মে নিয়ম-নীতি মেনে সীমিত আকারে মার্কেট শপিং মল দোকানপাট খোলা থাকার নির্দেশ থাকলেও সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্য সচেতন না থাকায় গত ১৭ই মে রবিবার ২০২০ইং শরীয়তপুর জেলা প্রশাসক পুনরায় মার্কেট শপিং মল বন্ধের নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী নড়িয়া উপজেলা বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত সতর্কমূলক জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। তিনি সামাজিক দূরত্ব না মেনে নির্দেশনা অমান্য করায় নড়িয়া বাজারে ৪টি দোকান মালিককে ১৫০০ টাকা এবং ভোজেশ্বর বাজারে মোল্লা বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরী করায় ভোক্তা অধিকার সংরক্ষ
ণ আইন ২০০৯ অনুসারে ২০হাজার টাকা জরিমানা করেন। এ সময় সাংবাদিকদের বলেন দেশে করোনা মহামারী প্রাদুর্ভাবে অনেক ক্রেতা-বিক্রেতা কোন নিয়ম নীতি মানছে না তাই প্রতিনিয়তই আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হচ্ছে, জনগণ যদি সচেতন না হয় তাহলে মহামারী থেকে রক্ষা পাওয়া কঠিন। নড়িয়া উপজেলার প্রতিটি বাজারে মনিটরিং করছি নিয়ম নীতি মানার জন্য নির্দেশ দিচ্ছি, স্বাস্থ্যসচেতন সামাজিক দূরত্ব বজায় রাখা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করছি। প্রত্যেকে তার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে, স্বাস্থ্য সচেতন বিধি মানতে হবে তাহলে হয়ত সুস্থ থাকা সম্ভব।