
করোনা মোকাবেলায় এগিয়ে চলছে আংগারিয়া স্বেচ্ছাসেবী সংগঠনএফ.সি
শরিয়তপুর জেলায় করোনর প্রাদুর্ভাব থেকেই আংগারিয়া এফ.সি বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে,স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রথমেই তারা নিজেদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার জনগণের মাঝে বিনামূল্যে বিতরণ করে তাদের কার্যক্রম শুরু করে।তাদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার শরীয়তপুরের ডাক্তার, নার্স থেকে শুরু করে হাসপাতালে কর্মচারী, দিনমজুরসহ সমাজের সর্বস্তরের লোকদের বিনামূল্যে বিতরনের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেন।গত ২৪শে মার্চ থেকে আংগারিয়া এফসির যোদ্ধারা তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। ঐদিন আংগারিয়া বাগচি বাজার, নদীর পাড় রাস্তা, মনোহর বাজার মোড়, চৌরঙ্গী মোড়,রাজগঞ্জ ব্রিজ এলাকায় তাদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট বিতরণ এবং বিভিন্ন গাড়িতে জীবাণুনাশক স্প্রে করেন।তারা তাদের কার্যক্রম শুরু করার পর থেকে প্রতিদিন তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে সফলতার সাথে।গত ২৭ শে মার্চ রুবেল মুন্সির নেতৃত্বে আংগারিয়া এফ. আংগারিয়া পুলিশ ফাঁড়ি এবং পালং থানার সকল পুলিশের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস,মাক্স বিতরণ করেন এবং তাদের অফিস গাড়িতে জীবাণুনাশক স্প্রে করেন।গত ২৮ মার্চ আজ এফ সি আংগারিয়া শরীয়তপুরের সাংবাদিকদের মধ্যে স্যানিটাইজার এবং হ্যান্ড গ্লাভস বিতরণ করে..গত ২৯ শে মার্চ থেকে লিফলেট এর মাধ্যমে কোন ধরনের ঝুঁকি থাকে বিধায় তারা গণসচেতনতা মাইক ব্যবহার করেন। ঐদিন তারা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান বিতরণ করেন।আংগারিয়া এফ.সি প্রায়১৩০০ পরিবারের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন। এমনকি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষের প্রয়োজনে তারা খাবার নিয়ে বাড়ি বাড়ি ছুটে যান। চাল-ডাল-তেল-লবণ, আলু, পেঁয়াজ এবং সাবান এইগুলা দিয়ে থাকেন।জেলা প্রশাসন শরীয়তপুর জেলা কে লকডাউন ঘোষণা করলে আংগারিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মিন্টু মন্ডল এর পরামর্শে আংগারিয়া ও আশেপাশের এলাকায় বিভিন্ন সংযোগ সড়ক লকডাউন এর সাহায্য করে আংগারিয়া এফ.সি।২৪ মার্চ থেকে শরু করে এখনো পর্যন্ত এফ.সি কাজ করে যাচ্ছে।এমনকি তারা বাজার খোলার পর থেকে হান্ড মাইকিং করে জনগনকে সর্তক করছে। পুলিশদেরও যথা সম্ভব সাহায্য করে যাচ্ছে।রুবেল মুন্সি বলেন,,কারো একার পক্ষে এত বড় জনকল্যাণমূলক কর্মকাণ্ড সফল করা সম্ভব নয়। আংগারিয়া এফ.সির কাজে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়। তাদের ত্রাণ প্রজেক্টে অর্থের যোগান দিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অনুদান প্রদান করেন। এ সময় আংগারিয়া এফ.সির কর্মকাণ্ডের সমালোচনা করতেও অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বিধাবোধ করে নাই।সবাই ঘরে থাকুন পরিবারকে সুস্থ রাখুন ,আংগারিয়া এফসির অনুপ্রেরণায় শরীয়তপুর১ আসনের এমপি জননেতা ইকবাল হোসেন অপু এমপি ছিলেন বলে কোন কর্মকান্ডে তারা পিছু হটেনি।