
শরীয়তপুরের কাশীপুরে বসতঘর ভাংচুর, মহিলাসহ আহত ১০
বুধবার ভোরে শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব আব্দুস সালাম হাওলাদারের সমর্থকদের প্রায় ১০টি বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। অভিযোগ উঠেছে লুটপাটের। এ ঘটনায় ১জন মহিলা সহ অন্তত ১০জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। চিতলিয়া ইউনিয়নের সাবেক মেম্বার সেলিম মুন্সী, স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুক মুন্সী সহ স্থানীয়রা জানায়, বাঁশের সাঁকো ভাঙ্গাকে কেন্দ্র করে বুধবার ভোর ৫টায় ৫০-৬০ জনের একদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাশীপুর উত্তরপাড়া গ্রামের আব্দুস সালাম মুন্সীর বাড়িতে হামলা চালায়।
এ সময় বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করার অভিযোগও পাওয়া যায়।
হামলাকারীরা এ সময় মান্নান মুন্সী, খলিল বেপারি, ফারুক মুন্সি, পারুল বেগম, মাসুদ মুন্সি, সৈয়দ মুন্সী ও জুলহাস মাদবরের বসতঘর এবং আবু সালাম মুন্সীর দোকানঘর ভাংচুর সহ লুটপাট করে বলে জানা যায়।
হামলায় আল-আমিন মুন্সী, রেজাউল মুন্সী, হাজেরা বেগম সহ ১০ জন আহত হয় বলে দাবী করা হয়।
এ বিষয় জানতে চাইলে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, কাশীপুর গ্রামে হাওলাদার ও মুন্সীদের বিবাদমান দু’টি গ্রুপের মধ্যে উত্তেজনায় ওই গ্রামে ৪-৫টি বাড়িঘর ভাংচুর হয়েছে। এ বিষয় কেউ থানায় অভিযোগ করলে মামলা নেওয়া হবে।