
শরীয়তপুর নড়িয়া উপজেলা ধানের বাম্পার ফলন করোণায় বিপাকে পড়েছে কৃষক
শরীয়তপুর নড়িয়া বোরো ধানের বাম্পার ফলন করোনায় লকডাউনে ধান ঘরে উঠাতে পারছেনা কৃষক। শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলার মুক্তারেরচর,বিঝারী, তেলীপাড়া ,ভূমখাড়া, বিভিন্ন ইউনিয়নে ঘোরে দেখা যায়, বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের সাথে আলাপ করে জানা যায় ধানের বাম্পার ফলন হলেও করোনার কারণে মিলছেনা ধান কাটার লোক, এতে করে কৃষকের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি মণ ধান উৎপাদনে কৃষকের খরচ প্রায় নয় শত টাকা থেকে ১হাজার তা বিক্রি হচ্ছে পাঁচ শত টাকায় দালালদের কারণে তাদের ধান সরকারের হাতে পৌঁছায় না। করোনার কারণে মিলছে না ধানের ক্রেতা। কৃষকরা বলেন এভাবে চলতে থাকলে তাদের ধান চাষের আগ্রহ থাকবেনা এতে কৃষি বিলুপ্ত হবে খাদ্য সংকট দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে। তাই অনেক কৃষক ই ধান চাষের পরিবর্তে ধানি জমি মৎস্য খামারীদের বছরে পাঁচ শত টাকা ধানের দামে জমি লিস্ট দিচ্ছে।এতে করে জমির শ্রেণী পরিবর্তন হয়ে ব্যাপক ক্ষতি হচ্ছে কৃষি ফসলের।